ধনতেরসের আগেই সোনার দর সর্বোচ্চ থেকে প্রায় ৯ হাজার টাকা কমলো
Friday, December 15 2023, 11:27 am
Key Highlightsধনতেরসের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে সোনার দর বেশ স্থিতিশীল। তবে এখন যে দর চলছে তার থেকে খুব বেশি ওঠা নামা করবে না বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। দুর্গাপুজোর আগেই অনেকটা নেমে গিয়েছিল সোনার দাম। কিন্তু গত সোমবার থেকে সেই দর একটু বেড়েছে। সোমবার ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৯,৪৫০ টাকা। আর একই পরিমাণ ২২ ক্যারাট গয়নার সোনার দাম হয়েছে ৪৬,৭৫০ টাকা।