বিশ্বের কনিষ্ঠতম অর্বূদপতির তকমা পেলেন ৩১ বছরের তরুণী, ডেটিং অ্যাপ বানিয়ে ১৫০ কোটি ডলারের মালিক তিনি

Friday, February 12 2021, 3:29 pm
highlightKey Highlights

মাত্র ৩১ বছর বয়সেই ১৫০ কোটি আমেরিকান ডলারের মালিক হলেন হুইটনি উল্ফ হার্ড! আমেরিকার উটা-র এই মহিলা উদ্যোগপতি ২০১৪ সালে মহিলাদের জন্য একটি ডেটিংয়ে যাওয়ার অ্যাপ বানিয়েছিলেন। বৃহস্পতিবার দেখা গেল সেই অ্যাপের শেয়ার হু হু করে বিকোচ্ছে। আত্মপ্রকাশেই শেয়ার প্রতি দাম উঠল ৭২ ডলার।একদিনেই হুইটনির ডেটিং অ্যাপের দাম ৬৭ শতাংশ বেড়ে পৌঁছে গেল ১৫০ কোটি মার্কিন ডলারে। এর ফলে ৩১ বছরের হুইটনি একটি বিরল রেকর্ড করে ফেললেন। বিশ্বের কনিষ্ঠতম অর্বূদপতির তকমা পেলেন তিনি।নিজেকে কাজ পাগল বলে দাবি করেন হুইটনি। তার তৈরি ডেটিং অ্যাপের নাম বাম্বল। এই অ্যাপের এবং সংস্থার একটা বিশেষত্ব আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File