বুলেট ট্রেন প্রকল্পের শীর্ষ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ভারতীয় রেলের পক্ষ থেকে করা হল বহিষ্কার

Friday, July 8 2022, 6:25 pm
highlightKey Highlights

বুলেট ট্রেন প্রকল্পের শীর্ষ কর্তা সতীশ অগ্নিহোত্রীকে বহিষ্কার। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি সংস্থাকে তিনি সুবিধা পাইয়ে দিয়েছেন।


ভারতে বুলেট ট্রেন প্রকল্পের কাজের তত্ত্বাবধানে রয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রীকে বহিষ্কার করল ভারতীয় রেল। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেছেন। রেলের টাকা বেআইনি ভাবে অন্য এক সংস্থায় সরিয়ে দিয়েছেন।

সতীশ এর আগে ন’বছর রেলবিকাশ নিগমের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। অভিযোগ, সে সময় এক বেসরকারি সংস্থার থেকে সুবিধা নিয়ে তাদের বরাত পাইয়ে দিয়েছিলেন। এই নিয়ে ২ জুন সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

৭ই জুলাই রেল বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ‘সতীশ অগ্নিহোত্রীর অপসারণে সম্মতি দিয়েছেন কর্তৃপক্ষ। সত্বর তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হল।’ রেল আধিকারিকদের আরও অভিযোগ, রেলবিকাশ নিগম থেকে অবসর নেওয়ার এক বছরের মধ্যেই বেসরকারি সংস্থায় যোগ দিয়েছেন সতীশ। কেন্দ্রের অনুমতি ছাড়া এই পদক্ষেপ বেআইনি।

সতীশের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এও বলেছেন, কেন্দ্রের অনুমতি নিয়েই তিনি বেসরকারি সংস্থায় যোগ দিয়েছিলেন। কোনও বেসরকারি সংস্থাকে সুবিধাও পাইয়ে দেননি। ভারতীয় রেল এই নিয়ে কোনও মন্তব্য করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File