প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী?
অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বরিস জনসন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে অস্থায়ী পোডিয়ামে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন।
প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তাঁর কনসারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, তত দিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস।
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা বরিস জনসনের, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কারা আছে জানুন
এদিন নিজের ভাষণে বরিস বলেন, ‘‘এটা এখন আমার কাছে স্পষ্ট যে আমার এমপি-রা আমাকে দল বা দেশের নেতা হিসেবে দেখতে চান না।’’ এছাড়াও তিনি জানান প্রধানমন্ত্রী পদে থেকে তিনি এদিন যা যা কাজ করতে পেরেছেন সে জন্য নিজে গর্বিত। নিজের সফল কাজ হিসেবে তিনি জানিয়েছেন, ব্রেক্সিট, অতিমারির সময় সরকার চালানো এবং পুতিনের রাশিয়ার ইউক্রেন হামলার পরবর্তী পরিস্থিতি সামলানোকে।
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন আরও কয়েক জন। তাঁদের মধ্যে অন্যতম, সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় তথ্যপ্রযুক্তি বহুজাতিক ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক, প্রাক্তন লেভেলিং আপ সেক্রেটারি মাইকেল গোভ, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী পেনি মোরডন্ট, প্রাক্তন বিদেশমন্ত্রী লিজ ট্রুস, ফরেন অ্যাফেয়ার্স চেয়ার টম টুগেনঢাট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বর্তমান অর্থমন্ত্রী নাধিন জাহাউয়ি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটিশ প্রধানমন্ত্রী
- বরিস জনসন
- ইস্তফা পত্র
- ব্রিটেন