FIFA World Cup Qatar 2022 : ব্রাজিল-সুইস ম্যাচে এক ফ্রেমে গোটা ছেলেবেলা!

Tuesday, November 29 2022, 8:18 am
highlightKey Highlights

Brazil vs Switzerland: গতকাল ব্রাজিল খেলেছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। খেলা দেখতে আসেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।


গতকাল রাতে ভিআইপিদের সামনে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের কিংবদন্তিদের ভিড়ে ছিলেন কাকা, কাফু, রোনালদো এবং রবার্তো কার্লোস ছিলেন।

Ronaldo x Carlos x Kaka x Cafu x Weah x Wenger x Simeone
Ronaldo x Carlos x Kaka x Cafu x Weah x Wenger x Simeone

প্রসঙ্গত, গত সপ্তাহে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে তার ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। চোটের কারণে সোমবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র খেলতে না পারলেও তাতে অবশ্য সাম্বা ব্রিগেডের ছন্দপতন হয়নি। 

Trending Updates

উল্লেখ্য, গতকালের এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের করা একটি গোল বাতিল করা হয়েছে। রাফিনহার বাড়ানো পাস থেকে তাঁর দুরন্ত শট উরুগুয়ের গোলরক্ষক ইয়ান সোমারকে পরাস্ত করেছিল। কিন্তু, অফসাইডের কারণে এই গোলটি বাতিল হয়ে যায়। ভিনিসিয়াস নিজে অফসাইডে না থাকলেও, সেইসময় অফসাইডে ছিলেন রিচার্লিসন।

Those were the days❤️ #Brasil 
Those were the days❤️ #Brasil 

শুরু থেকে দাপট দেখিয়ে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে গতকালের ম্যাচের পরে শেষ ১৬-য় পৌঁছে গেল ব্রাজিল। তবে, জয় এলেও নেইমারের অভাব বারবার ফুটে উঠল।

Brazil vs Switzerland prediction, time, live-streaming details
Brazil vs Switzerland prediction, time, live-streaming details



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File