আন্তর্জাতিক

দীর্ঘ ৩০ বছর ধরে গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, তবুও গর্ভবতী হন নারীরা!

দীর্ঘ ৩০ বছর ধরে গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, তবুও গর্ভবতী হন নারীরা!
Key Highlights

গ্রামে পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়া সত্বেও কিভাবে গর্ভবতী হচ্ছেন গ্রামবাসীরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা।

দক্ষিণ আফ্রিকার এক গভীর জঙ্গলে 'উমোজা' নামক একটি গ্রাম আছে। শোনা যায়, ১৯৯০ সালে মাত্র ১৫ জন মহিলা মিলে এই গ্রামটি গড়ে তোলেন। এই ১৫ জন মহিলাকে ব্রিটিশ সেনারা একাধিকবার ধর্ষণ এবং শারীরিক অত্যাচার করেন। তারপর থেকেই ওই মহিলাদের মনে পুরুষদের প্রতি ঘৃণা জন্মায়। এরপর থেকেই সেই গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

কিন্তু প্রশ্ন হল, পুরুষদের যেখানে কোনও ভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কী ভাবে গর্ভবতী হচ্ছেন মহিলারা? শুনতে অবাক লাগলেও, এটা কোনও জাদু নয়।

এই গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। মহিলারা সেই পুরুষদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও রকম সম্পর্ক রাখেন না তারা। তবে, মহিলারা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন।


Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!
SSC | ভুল তথ‍্য দিয়ে চাকরি বাগানোর চেষ্টা! SSC-তে বাতিল ১৫০ জনের আবেদনপত্র!
Dharmendra | বাড়ি ও শ্মশানে আচমকাই ভিড় ধর্মেন্দ্রর পরিবারের! তবে কি প্রয়াত কিংবদন্তি অভিনেতা?
Nathu La-Changur | ম্যানুয়াল পারমিট বন্ধ, নাথু লা-ছাঙ্গুর পারমিট মিলবে অনলাইনে-ঘোষণা সিকিম প্রশাসনের
Ind vs SA | চোটের জন্যে নেই গিল-শ্রেয়স, ব্রাত্য সিরাজ-বুমরাহও! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন কারা কারা?
Smriti Mandhana | আচমকাই হৃদরোগে আক্রান্ত স্মৃতির বাবা, বিয়ের মণ্ডপ ছেড়ে হাসপাতালে দৌড়লেন স্মৃতি-পলাশ
Sealdah Flyover | শিয়ালদহ উড়ালপুলের মেরামতি হবে, বসানো হবে স্টিল প্লেট, দোকানগুলো সরবে কোথায়?