IndiGo | বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বিমান!- হুমকি পেয়েই মুম্বই বিমানবন্দরে জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের

Saturday, November 1 2025, 1:41 pm
highlightKey Highlights

১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় উড়িয়ে দেওয়া হবে বিমানটিকে, এমন হুমকির পরেই ইন্ডিগোর বিমানটিকে দ্রুত মুম্বই বিমানবন্দরে নামানো হয়।


সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক। দ্রুত মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর উড়ানের। বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “১ নভেম্বর ২০২৫ তারিখে জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর উড়ান ৬ই৬৮এ একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী উড়ানের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।” ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে তাঁদের জন্য খাবার, পানীয়ের ব্যবস্থা করেছে তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File