সেলিব্রিটি

মা হলেন বিপাশা বসু, সন্তান কোলে প্রথম ছবি শেয়ার করলেন করণ-বিপাশা

মা হলেন বিপাশা বসু, সন্তান কোলে প্রথম ছবি শেয়ার করলেন করণ-বিপাশা
Key Highlights

সন্তানের জন্ম দিলেন বিপাশা, করণ-বিপাশার কোলে সদ্যজাতের ছবি হল ভাইরাল

কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়াতে সুখবর শুনিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বাসু। খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন তিনি এবং তার স্বামী করণ সিং গ্রোভার। সংসারের নতুন সদস্য আসার খবর শুনিয়ে সকলকে রীতিমত খুশি করে দিয়েছিলেন তারা। বিপাশা বসুর মা হওয়ার খবর শুনে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়েছিল শুভেচ্ছা।

অবশেষে করণ-বিপাশার কোলে এল সদ্যোজাত শিশু, সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে নতুন সদস্যের এই ছবি 

নতুন সদস্যের আগমনে বাবা এবং মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের টাইমলাইন জুড়ে উপচে পড়ছে, শুভেচ্ছা বার্তা। সদ্যজাত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসিমুখে ছবিটি শেয়ার করেছেন তারা। তাদের এই সুখের দিনের ভাগীদার হয়েছেন ভক্তরাও।


কয়েক বছর আগেই মহা ধুমধাম করে বাংলার মেয়ে বিয়ে করেন পাঞ্জাবী টেলিভিশন অভিনেতাকে। করণের আগে অবশ্য বলিউডের বেশ কিছু নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন বিপাশা। তাদের মধ্যে জন আব্রাহামের সঙ্গে তার সম্পর্ক সব থেকে বেশি দিন চলেছিল। তবে শেষমেষ জনের সঙ্গে সম্পর্কের ইতি টেনে করণকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বলিউড সুন্দরী।

করণের অবশ্য এটা প্রথম বিয়ে ছিল না। এর আগে তিনি বিয়ে করেছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে। তাদের ডিভোর্সের পর বিপাশা আসেন তার জীবনে। তবে করণের অতীত তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। উপরন্তু এই তারকা জুটির রসায়ন দেখলে হিংসে হতে পারে যে কারও।

আজ এত বছর কেটে গেল তাদের সম্পর্কে কোনও ফাটল ধরার রটনাও রটেনি। বলিউডের পাওয়ার কাপল বলা যেতে পারে তাদের, যাদের কোনওভাবেই ভাঙা সম্ভব না। অবশেষে এতদিনে তাদের সংসার পূর্ণ হল। গত আগস্ট মাসে প্রেগনেন্সির সুখবর শুনিয়েছিলেন তারা। তখন থেকেই তাদের সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে তাদের প্রতীক্ষা শেষ হল।



Terrorist-WB | বঙ্গে বসেই চলছিল ‘রিসিন’-বিষ তৈরির কাজ? দেড় মাস কলকাতাতেই ছিলেন দিল্লি বিস্ফোরণের ডান-হাত
SIR | কাদের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে? - স্পষ্ট জানালো নির্বাচন কমিশন
Delhi 10/11 Blast | তুখোড় বিরিয়ানি রাঁধেন, চালান বন্দুক-ও! দিল্লি বিস্ফোরণের নেপথ্যে মহিলা চিকিৎসক শাহিন!
Islamabad | দিল্লির কায়দায় গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে! মৃত্যু অন্তত ১২জনের!
Trump Tariff | ভারতের সঙ্গে হবে আমেরিকার নতুন চুক্তি, শুল্ক কমানো নিয়েও মুখ খুললেন ট্রাম্প!
BLO | এনুমারেশন ফর্ম বিলির অতিরিক্ত চাপ, ব্রেন স্ট্রোকে মৃত্যু মেমারির BLO-র!
Breaking News | রাজকুমার-পত্রলেখার কোল আলো করে এলো ‘নতুন সদস্য’, চতুর্থ বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর