সেলিব্রিটি

বলিউডে আগমন সইফ পুত্র ইব্রাহিমের! শীঘ্রই তাঁকে অভিনয় জগতে দেখা যেতে পারে ইঙ্গিত সইফের।

বলিউডে আগমন সইফ পুত্র ইব্রাহিমের! শীঘ্রই তাঁকে অভিনয় জগতে দেখা যেতে পারে ইঙ্গিত সইফের।
Key Highlights

বলিউডে আসছেন ইব্রাহিম খান। মেয়ে সারা আলি খানের পর এবার বি টাউনে হাজির হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন সইফ-পুত্র। সইফ জানিয়েছেন, বলিউডে যাতে পোক্ত কেরিয়ার তৈরি করা যায়, সেই জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইব্রাহিম। শিগগিরই তাঁকে অভিনয় জগতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন সইফ। কোন পরিচালক বা প্রযোজনা সংস্থার হাত ধরে বি টাউনে পা রাখবেন ইব্রাহিম? এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি এখনও।