আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালবিরল দৃশ্য! টিউমার ভেবে অস্ত্রোপচার করতে গিয়ে বেরোল আস্ত একটা সেদ্ধ ডিম।
৫২ বছর বয়সী দমদমের এক বাসিন্দা বেশ কিছুদিন ধরে তলপেটে ব্যথা ও মূত্রনালীতে জ্বালা অনুভব করছিলেন। তিনি বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন, নানা পরীক্ষার পর চিকিৎসকরা ভাবেন যে টিউমার হয়েছে, অস্ত্রোপচার করতে হবে। অপারেশন করতে গিয়ে রোগীর তলপেট থেকে বার হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’। ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’। দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার নিয়েছে। আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশন অনুযায়ী গত ৭০ বছরে গোটা বিশ্বে এই ধরনের ঘটনার সংখ্যা তিরিশেরও কম।