বোমা হামলার কবলে সাংসদ! বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে সরব হতে পারে বিজেপি

Sunday, March 20 2022, 2:14 pm
highlightKey Highlights

রানাঘাটের সাংসদের ওপর হামলায় বিধানসভা উত্তাল করতে পারেন বিজেপি বিধায়করা। তবে তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে বিজেপি নেতাদের।


রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর বোমার হামলার ঘটনায় উত্তাল হতে পারে বিধানসভার অধিবেশন। তিনদিনের বিরতির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। অধিবেশনের প্রথমেই দলীয় সাংসদের ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব চাইতে পারেন বিরোধীরা।

বিজেপি দলনেতারা এপ্রসঙ্গে কী বলছেন তা জেনে নেওয়া যাক

বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা বলেছেন, ‘‘এ বিষয়ে পরিষদীয় দলের আলোচনার পরেই প্রকাশ্যে কিছু বলা সম্ভব। এখনই আমরা আমাদের রণনীতি সংবাদমাধ্যমকে জানাচ্ছি না।’’ একই ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

Trending Updates

গত রবিবার পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ও ঝালদাতে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছিল বিজেপি পরিষদীয় দল। সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে ধর্না দিয়েও নিজেদের দাবির স্বপক্ষে সরব হয়েছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File