Bihar Sports Minister | ৪০ ডিগ্রি তাপমাত্রায় কম্বল বিতরণ! বিতর্কে জড়ালেন বিহারের ক্রীড়ামন্ত্রী!
Wednesday, April 9 2025, 11:19 am

প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে নিজের বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের আহিয়াপুর গ্রামের গরিবদের মধ্যে ৫০০টিরও বেশি কম্বল বিতরণ করেছেন ওই মন্ত্রী।
মার্চের শেষ থেকেই হু হু করেছে তাপমাত্রা বেড়েছে গোটা দেশ জুড়ে। এপ্রিলের শুরুতেই একাধিক রাজ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কিন্তু এই গরমেও আয়োজিত হলো কম্বল বিতরণ অনুষ্ঠান! এই ঘটনায় বিতর্কে জড়িয়েছেন বিহারের ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুরেন্দ্র মেহতা। জানা গিয়েছে, বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে নিজের বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের আহিয়াপুর গ্রামের গরিবদের মধ্যে ৫০০টিরও বেশি কম্বল বিতরণ করেছেন ওই মন্ত্রী।