উপনির্বাচনের প্রচার শুরু ভবানীপুরে, ভোট-প্রচারে কর্মীদের উৎসাহ দিলেন সেখানকার প্রার্থী মুখ্যমন্ত্রী
Thursday, December 21 2023, 2:56 pm
 Key Highlights
Key Highlightsউপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই ভবানীপুরে ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল কর্মীরা। ভবানীপুরে এইবারের প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ভোটের প্রচার চলছে ভবানীপুরে। বিধায়ক নিজেও হাত লাগিয়েছেন দেওয়াল লিখনে। রবিবার সেই কাজ চলাকালীন গাড়ি থামিয়ে কর্মীদের উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর সওয়া তিনটে নাগাদ কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে ডিএল খান রোড ধরে যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে মমতার কনভয় যাচ্ছিল। সেই সময় নেত্রীকে দেখে গাড়ির বাইরে ভিড় জমান কর্মীরা। তাঁদের প্রচারের বিষয়ে উৎসাহ দেন তিনি এবং সেই সঙ্গে তাঁদের সাবধানে কাজ করতেও বললেন।
-  Related topics - 
- রাজনৈতিক
- ভবানীপুর
- উপনির্বাচন
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস

 
 