রেস্তোরাঁ

Rooftop Restaurant in Kolkata : অন্যরকম ভাবে সময় কাটাতে বেছে নিতে পারেন এই রেস্তোঁরা

Rooftop Restaurant in Kolkata : অন্যরকম ভাবে সময় কাটাতে বেছে নিতে পারেন এই রেস্তোঁরা
Key Highlights

এক ঘেয়ে রেস্তোরাঁ ছেড়ে খেয়ে আসুন রুফটপ রেস্তোরাঁয়| ভালো খাবারের সঙ্গে সুন্দর খোলা পরিবেশের রেস্তোরাঁর খোঁজ থাকলো আপনার জন্য|

সাহিত্য, ঐতিহ্য, সংস্কৃতি ছাড়াও খাবারের জন্যও বিশ্বখ্যাত কলকাতা (Kolkata)। তিলোত্তমার অলিতে গলিতে রয়েছে নামি দামি নানান রেস্তোঁরা। তবে আকাশ ছোঁয়া উচ্চতায় বসে শহরের আমেজ উপভোগ করতে করতে সুস্বাদু খাবার খেতে কার না ভালো লাগে। তাই অবশ্যই আপনাকে যেতে হবে কলকাতার ভোজন রসিকদের প্রিয় এই রুফটপ রেস্তোঁরা (Rooftop restaurant) গুলিতে।

  • অলট এয়ার: এক কামড়েই শেষ। আপনার মনও ভরবে সঙ্গে পেটও। তার সঙ্গে ২০ তলায় খোলা ছাদে রেস্তোরার আমেজটা একেবারে জমিয়ে দেবে আপনার দিন। কলকাতার প্রথম বাইট সাইজ খাবার পরিবেশন করে এই রুফটপ রেস্তোঁরা, অলট এয়ার (Alt Air)। সল্টলেক সেক্টর ৫ এর এই রেস্তরাঁয় পাওয়া যায় দুর্দান্ত সুস্বাদু এক একটা খাবার। সঙ্গে রয়েছে ইনহাউস ডিজে ও লাইভ শো-এর ব্যবস্থাও। ২০ তলা থেকে শহরের আমেজ উপভোগ করতে এবং অবশ্যই ভালো খাবার খেতে একবার যেতেই হবে অল্ট এয়ার রুফটপ রেস্তোরায়।
  • অযোরা: শপিং করার পর পেটপুজো না হলে যেনো দিনটা পুরো হয়না। আর আপনার প্রিয় শপিং মলেই যদি থাকে রুফটপ রেস্তোঁরা তাহলে আর কথা কি। এরকম মুহূর্ত উপভোগ করতে আপনাকে যেতেই হবে আক্রপলিস মলের (Acropolis mall) ২০ তলায় অযোরা (Ozora) রুফটপ রেস্তোরায়। নিরিবিলি এলাকায় থাকা এই রেস্তোরা বিশেষত খ্যাত যুবক যুবতীদের মধ্যে। সুন্দর বসার জায়গা ও খাবারের সঙ্গে রয়েছে পুলও।
  • ক্লাউড সোশ্যাল: কলকাতায় নিরামিষ রেস্তোঁরা খুঁজতে গিয়ে বেহাল ! তবে চিন্তা নেই, কলকাতার সব থেকে ব্যস্ত রাস্তাতে নিরামিষ সুস্বাদু খাবারের সঙ্গে পেয়ে যাবেন রুফটপের পরিবেশও। রাসবিহারীতে ১৭ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে ৩০০ জনের বসার ব্যবস্থা নিয়ে আপনার মন জয় করতে হাজির ক্লাউড সোশ্যাল (Cloud Social)। সুন্দর ফার্নিচার, সাজানো গোছানো এই রেস্তোরায় পাওয়া যায় দেশী, মেক্সিকান, লেবানিজ ক্রুসিন। এই রেস্তোরায় আবার রয়েছে একটা জাকুজিও। পাওয়া যায় ককটেল থেকে শুরু করে হুক্কাও।
  • ৩১/৩২:  কলকাতার সব থেকে উঁচু রুফটপ রেস্তোরার মধ্যে সব থেকে খ্যাত রেস্তোরা ৩১/৩২ (31/32)। ওয়েস্টিনের (Westin) ৩১ তলায় মাল্টি ফেস কোরিয়ান ডিজাইনের বার হলো এর সব থেকে বড় আকর্ষণ। আকাশ ছোঁয়া উচ্চতায় বসে উপভোগ করুন বার্বিকিউ চিকেন, কষা ল্যাম্ব, চিকেন উইংস। অবশ্যই খেতে ভুলবেন না হেজালনাট ক্রাঞ্চি মিল্ক চকোলেট টার্ট।
  • ক্লাব ফেনিসিয়া: কলকাতার রুফটপ ক্যাফের মধ্যে অন্যতম একটি হলো ক্লাব ফেনিশিয়া (Club Fenicia)। এই রেস্তোরায় আপনি পেতে পারেন আপনার নিজস্ব আলাদা কাবানা অর্থাৎ ঘরের মতো ছোট্ট জায়গা। এই কাবানা পুরোটাই বানানো কাঁচ দিয়ে যার ফলে আপনি ভেতরে বসেও দেখতে পারবেন কলকাতার আকাশ।
  • @৪৯:  রুফটপ মানেই যে একগাদা টাকা তা কিন্তু নয়। পকেটে কম চাপ দিয়ে রুফটপের পরিবেশ ভোগ করুন বিবেকানন্দ রোডের @৪৯ রেস্তোরায়(@49)। এই রেস্তোরায় রুফটপের সঙ্গে রয়েছে ভেতরে বসে খাওয়ায় ব্যবস্থাও। এবার হাতিবাগান থেকে শপিং সেরে ঘুরে আসুন @৪৯ এ।

বন্ধুদের সঙ্গে পার্টিই হোক কিংবা আপনার প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যান, রুফটপ রেস্তোরাঁ প্রতিবারই মন জয় করে নেয়। উঁচু আকাশ খোলা জায়গায় বসে গোটা শহরটাই যেন লাগে অন্যরকম। মন ভরার সঙ্গে পেট ভরাতে অবশ্যই ঘুরে আসুন কলকাতার রুফটপ ক্যাফে ও রেস্তোরাঁগুলিতে।