Pahalgaon Attack | সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে জঙ্গি, কলমা পাঠ করে প্রাণে রক্ষা পেলেন বাংলার অধ্যাপক!
Wednesday, April 23 2025, 2:40 pm

অ্যাকাডেমিক কারণে কিংবা সখেই ইসলামের কলমা পাঠ শিখেছিলেন। সেই 'শিক্ষা'র জেরে পহেলগামে জঙ্গি হামলায় প্রাণে রক্ষা পেলেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ও তাঁর পরিবার!
অ্যাকাডেমিক কারণে কিংবা সখেই ইসলামের কলমা পাঠ শিখেছিলেন। সেই 'শিক্ষা'র জেরে পহেলগামে জঙ্গি হামলায় প্রাণে রক্ষা পেলেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ও তাঁর পরিবার! দেবাশিস বাবু দেখেন হঠাৎ চার পাশের লোকজন কলমা পড়ছেন। আর পর্যটকদের 'বেছে বেছে' গুলি চালাচ্ছে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তিনিও কলমা পড়তে শুরু করেন। এক জঙ্গি বন্দুক হাতে হাজির হয়ে জিজ্ঞেস করে ‘কেয়া কর রহে হো?’ কোনও উত্তর না দিয়ে আরও জোরে কলমা পড়তে থাকেন অধ্যাপক। এরপরে বন্দুকধারী সেখান থেকে চলে যায়। তবে তাঁর পাশের ব্যক্তিকে গুলি করে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- পহেলগাম জঙ্গি হামলা
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী