Modi in Bengal | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই সভামঞ্চের কাছেই আগুন!

Friday, July 18 2025, 1:09 pm
highlightKey Highlights

সভাস্থল থেকে ৫০ মিটার দূরে হঠাৎ ধোঁয়া বেরতে শুরু করে। যদিও সঙ্গে সঙ্গে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর সভাস্থলে। তবে তার আগেই সভাস্থলের কাছে লাগলো আগুন! জানা গিয়েছে, সভাস্থল থেকে ৫০ মিটার দূরে হঠাৎ ধোঁয়া বেরতে শুরু করে। যদিও সঙ্গে সঙ্গে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে কোনও হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, ইতিমধ্যেই দুর্গাপুরের সভাস্থলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File