খেলাধুলা

Sourav Ganguly: বার্ষিক সভায় একাধিক উত্তরের খোঁজে BCCI

Sourav Ganguly: বার্ষিক সভায় একাধিক উত্তরের খোঁজে BCCI
Key Highlights

রজার বিনি এবং সৌরভ গাঙ্গুলী বৈঠকে উপস্থিত হয়েছেন, বোর্ড এখনও আইসিসি চেয়ারম্যানের কোনো নাম ঘোষণা হয়নি।

বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা (AGM), যেখানে মঙ্গলবার মুম্বাইতে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হবেন, যেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি মঙ্গলবার মুম্বাইতে বোর্ডের নতুন সভাপতির স্থলাভিষিক্ত হবেন তখন আইসিসি চেয়ারম্যানের বিষয়টি আলোচনার জন্য থাকবে। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পরবর্তী পদ-পদবি নির্বাচন হবে নিছক আনুষ্ঠানিকতা। যাইহোক, সদস্য বিবেচনা করবেন যে বিসিসিআই আইসিসি চেয়ারম্যানের জন্য প্রার্থী দেবে বা দ্বিতীয় মেয়াদের জন্য বর্তমান গ্রেগ বার্কলেকে সমর্থন করবে।

আইসিসির শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০শে অক্টোবর। আইসিসি বোর্ড মেলবোর্নে ১১-১৩ নভেম্বর পর্যন্ত বৈঠক করবে। বিসিসিআই থেকে গাঙ্গুলির বহুল বিতর্কিত প্রস্থান ইতিমধ্যেই কেবল খেলাধুলায় নয়, রাজনৈতিক অঙ্গনেও মনোযোগ আকর্ষণ করেছে এবং প্রাক্তন অধিনায়ককে শীর্ষ পদের জন্য বিবেচনা করা হয় কিনা তা দেখতে আকর্ষণীয় হবে।

সৌরভ বাদেও ICC-তে যাওয়ার তালিকায় রয়েছে দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও প্রাক্তন BCCI প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের নাম। তবে পিছিয়ে রয়েছেন শ্রীনি কারণ তাঁর বয়স ৭৮। অন্যদিকে অনুরাগ ঠাকুর বর্তমানে ব্যস্ত হিমাচল প্রদেশের নির্বাচন নিয়ে ফলে তাঁর যাওয়া নিয়েও প্রশ্ন থাকছে। বিশেষজ্ঞদের মতে, তাহলে কি ICC-র জন্য নাম ঘোষণা হবে সৌরভের? ফের কি কামব্য়াক হবে মহারাজের। জল্পনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না কেউই।