Barcelona vs Red Star । টানা সাত ম্যাচে অপ্রতিরোধ্য বার্সেলোনা, রেডস্টার বেলগ্রেডকে ৫ গোলে ওড়াল বার্সা
Thursday, November 7 2024, 5:27 am
Key HighlightsUEFA চ্যাম্পিয়ন্স লিগে রেডস্টার বেলগ্রেডকে ৫ গোলে হারালো বার্সেলোনা।
UEFA চ্যাম্পিয়ন্স লিগে রেডস্টার বেলগ্রেডকে ৫ গোলে হারালো হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচের তিন মিনিটে রেডস্টার একটি গোল করলেও, অফ সাইডের কারণে সেটি বাতিল হয়। ম্যাচের ১৩ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন ইনিও মার্তিনেজ়। ম্যাচের ৫৩ মিনিটে লেভানডস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যায় ৩ পয়েন্টে। এটি UEFAর প্রতিযোগিতায় বার্সার ৭০০তম গোল। চতুর্থ ও পঞ্চম গোলটি বার্সেলোনা পায় জুলস কুন্দের সৌজন্যে। পুরো ম্যাচে বার্সেলোনার দখলে বল ছিল ৭০%। ম্যাচ জিতে ট্রফি দৌড়ে ষষ্ঠ স্থানে রইলো বার্সা।
- Related topics -
- বার্সেলোনা
- ইউইএফএ
- ফুটবল
- ফুটবলার
- চ্যাম্পিয়ানস্ লিগ
- খেলাধুলা

