সঙ্গীত জগতে বিরাট শূন্যতা, ভারতীয় সঙ্গীতকার বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হল

Tuesday, February 22 2022, 3:04 pm
highlightKey Highlights

একের পর এক নক্ষত্রপতন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আরও এক উজ্জ্বল নক্ষত্র বাপ্পী লাহিড়ীকে শেষশ্রদ্ধা জানালো ভক্তকূল।


একের পর এক কিংবদন্তিদের হারিয়ে সঙ্গীত জগতের মন খারাপ। চোখে জল নিয়েই বাপ্পী লাহিড়ীকে শেষশ্রদ্ধা জানাল কলকাতাবাসী। মুম্বাইয়ের পবনহংস ক্রিমেটোরিয়ামে বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণের মধ্যে দিয়ে যেন এক যুগের অবসান ঘটল।

চিতায় অগ্নিসংযোগ করলেন পুত্র বাপ্পা লাহিড়ী

গত মঙ্গলবার রাত পৌনে ১২টার নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী বাপ্পী লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল, ওইদিন সঙ্গীত শিল্পীর পুত্র বাপ্পা লাহিড়ী দেশে না থাকায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার তড়িঘড়ি মুম্বাই পৌঁছে বাবার শেষকৃত্যের সময় ভেঙে পড়েছিলেন বাপ্পা। তবুও নিজের হাতেই মুম্বাইয়ের ভিলে পার্লেতে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

Trending Updates
মুম্বইতে সম্পন্ন হল অন্ত্যেষ্টিক্রিয়া
মুম্বইতে সম্পন্ন হল অন্ত্যেষ্টিক্রিয়া

সাজতে খুব ভালোবাসতেন বাপ্পী লাহিড়ী। তাই তাঁর স্ত্রী চিত্রানি শেষবারের মত সাজিয়ে দেন শিল্পীকে। পরনে ছিল কালো পোশাক কারণ কালো রং পরতে খুব পছন্দ করতেন তিনি। তাঁর কম্পোজ করা সুর- চলতে চলতে ইয়াদ রাখনা ... এর মূর্ছনার মাধ্যমে পঞ্চভুতে বিলীন হলেন বাপ্পী লাহিড়ী।

ফুলের চাদরে সাজানো হয় ‘ডিস্কো কিং'কে
ফুলের চাদরে সাজানো হয় ‘ডিস্কো কিং'কে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File