Bangladesh: রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পেছনে রয়েছে নাশকতা,অবশেষে দায়ের মামলা

Thursday, March 16 2023, 11:40 am
highlightKey Highlights

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের তদন্তের পর রিপোর্ট পেশ করল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।


রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড-সহ আরও বেশ কয়েকটি সন্দেহজনক কাণ্ড ঘটেছে বাংলাদেশে। অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ আবু সুফিয়ান রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, তদন্ত রিপোর্টে সন্দেহই এবার সত্যি বলে প্রমাণিত হল। এমনকি কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে নাশকতাও তা উদ্দেশ্যপ্রণোদিত ছিল। 

Fire in Bangladesh's Rohingya camp
Fire in Bangladesh's Rohingya camp

গত ৫ই মার্চ (রবিবার) বাংলাদেশের উখিয়ার বালুখালির ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটা অগ্নিকাণ্ড ছিল উদ্দেশ্যপ্রণোদিত। অগ্নিকাণ্ডের ঘটনার আগের দিন ওই ক্যাম্পে গুলিযুদ্ধ হয়েছে। ওই দিনের আগুনে ২২০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজারের বেশি রোহিঙ্গা। আর আহত হয় প্রায় দু’হাজার রোহিঙ্গা। তদন্ত কমিটির বিশ্বাস যে এই বিষয়ে মামলা করা হলে ঘটনার আরও গভীরে গিয়ে তদন্ত করা সম্ভব হবে, পাশাপাশি বেরিয়ে এই অগ্নিসংযোগের মতো নাশকতা করেছে তাও প্রকাশ পাবে। 

Trending Updates
Hundreds missing after Rohingya refugee campfires
Hundreds missing after Rohingya refugee campfires

তদন্ত প্রতিবেদনে ঘটনার কারণ ব্যাখ্যার পাশাপাশি ১০টি সুপারিশও করা হয়েছে। চার পৃষ্ঠার প্রতিবেদনে বিভিন্ন প্রমাণ হিসেবে ৭৪ পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে। তদন্তের তিন দিনের মধ্যে অন্তত ৭৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গারা এটি একটি পরিকল্পিত নাশকতা বলে জানিয়েছে। রোহিঙ্গারা যে সাক্ষ্য দিয়েছে তাতে ভিন্ন ভিন্ন বক্তব্য ও বিভিন্ন নাম দেয়া হয়েছে। তাদের শনাক্ত করা কঠিন। তাই এ ঘটনা একটি মামলার মাধ্যমে তদন্ত করা প্রয়োজন।

Massive fire in Rohingya camp destroys over 2000 houses
Massive fire in Rohingya camp destroys over 2000 houses



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File