Balochistan | বালোচিস্তানে হুলুস্থূল, বোমা বিস্ফোরণে জখম ২০, মৃত ৪, চলছে গুলির লড়াই!
Monday, May 19 2025, 9:10 am
Key Highlightsবালোচিস্তানে হুলুস্থূল, বোমা বিস্ফোরণে জখম ২০, মৃত ৪, চলছে গুলির লড়াই!
ফের উত্তপ্ত বালুচিস্তান। বালোচ বিদ্রোহীদের বিক্ষোভে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, রবিবার বালোচিস্তানের আবদুল্লা জেলার জব্বার মার্কেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে একাধিক দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় বহু বহুতল ও দোকান। বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন ২০ জনেরও বেশি সাধারণ নাগরিক। ওদিন বিস্ফোরণ শেষে ফ্রন্টিয়ার কর্পসের জওয়ানদের সঙ্গে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বালোচ প্রশাসন।

 