Baba Vanga | ৯/১১ হামলা থেকে চেরোনোবিল বিপর্যয়, অক্ষরে অক্ষরে মিলেছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ২০২৪ সালের ভবিষ্যদ্বাণীও হচ্ছে সত্যি!

Tuesday, April 9 2024, 9:17 am
highlightKey Highlights

বিগত সালগুলির ক্ষেত্রে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলেছে। অন্যথা হয়নি ২০২৪ সালের ক্ষেত্রেও। ২০২৪ সালের জন্যও বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। চার মাস কাটতে না কাটতেই, তাঁর ভবিষ্যদ্বাণীও সত্যি হচ্ছে।


 বিশ্বাস করা হয়, অক্ষরে অক্ষরে মেলে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী (baba vanga predictions)।  ৯/১১ হামলা থেকে প্রিন্সেস ডায়নার রহস্যমৃত্যু কিংবা চেরোনোবিল বিপর্যয়, যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, সবই মিলে গিয়েছে। বিগত কয়েক বছরে সকলের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে বাবা ভাঙ্গা (Baba Vanga)। বিগত সালগুলির ক্ষেত্রেও ভাঙ্গা বাবা (Vanga baba) এর ভবিষ্যদ্বাণী  মিলেছে। অন্যথা হয়নি ২০২৪ সালের ক্ষেত্রেও। ২০২৪ সালের জন্যও বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। চার মাস কাটতে না কাটতেই, তাঁর ভবিষ্যদ্বাণীও সত্যি হচ্ছে। দেখে নেওয়া যাক কী কী ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে?

জলবায়ু পরিবর্তন : 

Trending Updates

২০২৪ সালের জন্য যে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী (baba vanga predictions) প্রথমেই একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করেছিলেন বাবা ভাঙ্গা। চলতি বছরের জন্য তিনি ব্যাপক জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যেই এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে। সম্প্রতিই একটি সায়েন্স জার্নালে জানানো হয়েছে, বিশ্বজুড়ে হিটওয়েভ বা তাপপ্রবাহ ৬৭ শতাংশ বেশি হবে। ৪০ বছরের তুলনায় তাপমাত্রায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। হিট ডোমের আকৃতিও বৃদ্ধি পেয়েছে। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল অবধি যেখানে তাপপ্রবাহ গড়ে আটদিন থাকত, সেখানেই ২০১৬ থেকে ২০২০ সালে সেই তাপপ্রবাহও ১২দিন ধরে জারি থাকে। ২০২৪ সাল সবথেকে উষ্ণতম বছর হতে চলেছে।

আর্থিক সঙ্কট :

বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট আরও গভীর হবে। বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে বড় পরিবর্তন আসবে, জিও-পলিটিক্যাল টানাপোড়েন আরও বাড়বে। অনেক দেশের ঘাড়েই ঋণের বোঝা বাড়বে।

আরো পড়ুন: Ajker bangla khabar

সাইবার হানা :

বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, ২০২৪ সালে সাইবার হানা অনেক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে সাইবার হানা চলবে। যা বিশ্বজুড়ে বড় বিপদ সৃষ্টি করবে। এই ভবিষ্যদ্বাণীও মিলছে। সম্প্রতিই একটি ডেটা সেট পাওয়া গিয়েছে, যেখানে জানা গিয়েছে ডার্ক ওয়েবে একাধিক গোপনীয় তথ্য রয়েছে। প্রায় ৭ কোটি মানুষের পাসওয়ার্ড, সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এর আগে অ্যাপেল, মেটা ও এক্স সংস্থার তরফেও জানানো হয়েছিল, তাদের গ্রাহকদের তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে।

চিকিৎসাক্ষেত্রে উন্নতি :

২০২৪ সালের জন্য বাবা ভাঙ্গা ভাল ইঙ্গিতও দিয়েছেন। অ্যালজ়াইমার্স ও ক্যানসারের মতো দূরারোগ্য ব্যধির চিকিৎসা আবিষ্কার হতে পারে এই বছর। এক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে।

আরো পড়ুন: Health tips in bangla 

সন্ত্রাসবাদ বৃদ্ধি :

বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে লিখে গিয়েছেন, ২০২৪ সালে ইউরোপে সন্ত্রাসবাদী হামলা বাড়বে। কোনও একটি শক্তিধর দেশ বায়োলজিক্যাল ওয়েপন বা জৈবাস্ত্রও পরীক্ষা করতে পারে।

প্রসঙ্গত, বাবা ভাঙ্গা (Baba Vanga)-র নাম শুনে পুরুষ মনে হলেও, ইনি আসলে মহিলা। বুলগেরিয়ার এই রহস্যময়ী নারী নাকি ভবিষ্যত দেখতে পেতেন। শোনা যায় বজ্রপাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তার পরেই অলৌকিক শক্তির অধিকারী হন তিনি। ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন বাবা ভাঙ্গা। ‘এযুগের নস্ত্রাদামুস’ বলা হয় তাঁকে। ১৯৯৬ সালে  ৮৫ বছর বয়সে প্রয়াত হওয়ার আগে তিনি যা বলে গিয়েছিলেন, তার মধ্যে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী অবিকল মিলে গিয়েছে। এহেন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে নাকি এও বলা হয়েছে, কবে ধ্বংস হবে পৃথিবী। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। মৃত্যুর আগে এমনটাই বলে গিয়েছেন বাবা ভাঙ্গা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File