Vijay Hazare Trophy | বিজয় হাজারেতে জ্বলজ্বল করছে নতুন তারকা আয়ুষ মাত্রে, জয়সওয়ালের রেকর্ড ভাঙলো তরুণ

Tuesday, December 31 2024, 2:34 pm
Vijay Hazare Trophy | বিজয় হাজারেতে জ্বলজ্বল করছে নতুন তারকা আয়ুষ মাত্রে, জয়সওয়ালের রেকর্ড ভাঙলো তরুণ
highlightKey Highlights

মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ১৫০+ রান এক ম্যাচে করার নজির গড়লেন আয়ুষ মাত্রে। এদিন যশস্বী জসওয়ালের গড়া এক রেকর্ডও ভাঙলেন তিনি।


মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে ম্যাচ ছিল মুম্বইয়ের সঙ্গে নাগাল্যান্ডের। সেই ম্যাচেই মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন ১৭ বছরের ছেলে আয়ুষ মাত্রে। ১৭ বছর ১৬৮ দিন বয়সে ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে এক ম্যাচে ১৫০+ রান করার নজির গড়লেন তিনি। এর আগে ১৭ বছর ২৯১ দিন বয়সে মুম্বাইয়ের হয়ে যশস্বী জসওয়াল গড়েছিলেন এই রেকর্ড। এদিন অংকৃষ রঘুবংশীর সঙ্গে আয়ুষ মাত্রের দুরন্ত ১৫৬ রানের পার্টনারশিপ ইনিংসের সৌজন্যে মুম্বই তোলে ৪০৪ রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File