AWACS Aircraft Pakistan | পাকিস্তানের AWACS বিমান ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র! মানলেন পাক বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল!

Friday, May 16 2025, 2:03 pm
AWACS Aircraft Pakistan | পাকিস্তানের AWACS বিমান ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র! মানলেন পাক বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল!
highlightKey Highlights

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে এবং তার পরবর্তী সংঘাতপর্বে যে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে তা অবশেষে মানলো ইসলামাবাদ।


ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে এবং তার পরবর্তী সংঘাতপর্বে যে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে তা অবশেষে মানলো ইসলামাবাদ। পাক বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আখতার স্বীকার করে বললেন, ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বা AWACS বিমানটি ইসলামাবাদের ভোলারি বিমানঘাঁটিতে ছিল। যা ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সেটি ধ্বংস হয়ে গিয়েছে। গত ৯ মে গভীর রাতে ভারতের ‘নিখুঁত ক্ষেপণাস্ত্র হানা’তেই এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পাক এয়ার মার্শাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File