খেলাধুলা

Mitchell Starc | বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক T20 থেকে অবসর তারকা পেসার মিচেল স্টার্কের! বড়ো ধাক্কা অজি শিবিরে

Mitchell Starc | বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক T20 থেকে অবসর তারকা পেসার মিচেল স্টার্কের! বড়ো ধাক্কা অজি শিবিরে
Key Highlights

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। স্টার্ক জানিয়েছেন, ২০২৭র ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, বিশ্বকাপের আগে যাতে অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ গুছিয়ে নিতে পারে, তাই ৬মাস আগেই সরে দাঁড়ালেন তিনি। অজিদের হয়ে টি টোয়েন্টিতে স্টার্ক দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ২০২১এর টি টোয়েন্টি ম্যাচ।