Nurse Rape Attempt | হাসপাতালে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত ডাক্তারের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কাটলেন নার্স
Friday, September 13 2024, 10:55 am
Key Highlightsবিহারে এক বেসরকারি হাসপাতালে নার্সকে গণধর্ষণের চেষ্টা! নিজেকে 'বাঁচাতে' যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন আক্রান্ত নার্স।
বিহারে এক বেসরকারি হাসপাতালে নার্সকে গণধর্ষণের চেষ্টা! নিজেকে 'বাঁচাতে' যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন আক্রান্ত নার্স। অভিযোগ, বুধবার রাতে নির্যাতিতা নার্স সেই দিনের কাজ শেষ করছিলেন। সেই সময়ই তাঁর উপর মত্ত অবস্থায় চড়াও হয় হাসপাতালের অন্যতম প্রশাসক, ডা. সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী। নিজেকে কোনোভাবে মুক্ত করে অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন আক্রান্ত নার্স। এরপর সেখান থেকে পালিয়ে একটি মাঠে আত্মগোপন করে পুলিশকে ফোন করেন তিনি। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

