Operation Sindoor | পহেলগাওঁয়ের বদলা, ৯০ জন পাক সন্ত্রাসবাদীকে ওড়ালো 'অপারেশন সিঁদুর'!

১টা ৪৫ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে জঙ্গিদের ৯টি গোপন আস্তানায় হামলা চালায় নিরাপত্তা বাহিনী। হামলায় ৯০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
পহেলগাঁও হামলার বদলা নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। ৭ মে ভোররাত ১টা ৪৫ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে জঙ্গিদের ৯টি গোপন আস্তানায় হামলা চালিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। রিপোর্ট বলছে, হামলায় এখনও অবধি কমপক্ষে ৯০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন বলে খবর। মুরিদকেতে ৩০ জন এবং বহাওয়ালপুরেও ৩০ জন জঙ্গিকে খতম করা হয়েছে। মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে ইসলামাবাদের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।