Asia Cup 2024 | টি-২০ বিশ্বকাপের আগে ভারতের পাখির চোখ মহিলা এশিয়া কাপ ২০২৪! ঘোষণা হলো ক্রীড়াসূচি! একই গ্ৰুপে ভারত-পাকিস্তান!

Wednesday, March 27 2024, 1:57 pm
highlightKey Highlights

এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপ ২০২৪-র ক্রীড়াসূচি প্রকাশ করেছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ খেলা হবে ১৯ জুলাই। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।


ঘোষণা হলো মহিলাদের এশিয়া কাপ ২০২৪ ক্রিকেট (Asia Cup 2024 Cricket) এর সূচি। চলতি বছর প্রতিযোগিতা শুরু হবে ১৯ সে জুলাই থেকে এবগং চলবে ২৮সে  জুলাই পর্যন্ত। এ বারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কার ডাম্বুলা (Dambulla)-এ। উল্লেখ্য, এ বছর একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান দল। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গত মরশুমগুলিতে এই টুর্নামেন্টে ৭ টি দল খেলত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপ ২০২৪-র ক্রীড়াসূচি প্রকাশ করেছে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপ ২০২৪-র ক্রীড়াসূচি প্রকাশ করেছে

 আইপিএল চলাকালীনই  মহিলাদের এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়া ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ (Jai Shah) এক বিবৃতিতে জানিয়েছেন দারুণ উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছে সকলে যা প্লেয়ার এবং ফ্যান উভয়কেই অনুপ্রাণিত করবে। মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৪ ক্রিকেট (Asia Cup 2024 Cricket) এর প্রচারে এসিসি (ACC)-এর কমিটমেন্টের উপর জোর দেয়। এই ফিল্ডেও ক্রমাগত ক্রমবর্ধমান প্রতিযোগিতা দেখে কমিটি খুবই উত্তেজিত। উল্লেখ্য, এই মরশুমে ভারত ও পাকিস্তানের মধ্যে ২১ সে জুলাই অনুষ্ঠিত হবে দুর্দান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ। এশিয়া কাপের সাত বারের চ্যাম্পিয়ন ভারত ১৯ জুলাই প্রথম ম্যাচেই খেলতে নামবে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। প্রতি দিন দু’টি করে খেলা রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। দু’টি গ্রুপ থেকে দু’টি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। ২৬ জুলাই হবে দু’টি সেমিফাইনাল। ২৮ জুলাই হবে ফাইনাল।

Trending Updates

এছাড়াও শ্রীলঙ্কার ডাম্বুলা (Dambulla)-এ আয়োজিত হতে চলা মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম বার আটটি দেশ খেলবে। আটটি দেশকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন ভারত। সঙ্গে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বি-র চারটি দল বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও তাইল্যান্ড। গত বারের প্রতিযোগিতা হয়েছিল ২০২২ সালে। সে বার সাতটি দেশ খেলেছিল।

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি:

  • পাকিস্তান বনাম নেপাল – শুক্রবার ১৯ জুলাই
  • ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি – শুক্রবার ১৯ জুলাই
  • মালয়েশিয়া বনাম থাইল্যান্ড – ২০ জুলাই শনিবার
  • শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ –২০ জুলাই শনিবার
  • নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত – রবিবার ২১ জুলাই
  • ভারত বনাম পাকিস্তান- ২১ জুলাই রবিবার
  • শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া – সোমবার ২২ জুলাই
  • বাংলাদেশ বনাম থাইল্যান্ড – সোমবার ২২ জুলাই
  • পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – ২৩ জুলাই মঙ্গলবার
  • ভারত বনাম নেপাল- ২৩ জুলাই মঙ্গলবার
  • বাংলাদেশ বনাম মালয়েশিয়া – ২৪ জুলাই বুধবার
  • শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড – ২৪ জুলাই বুধবার
  • সেমি-ফাইনাল ১- শুক্রবার ২৬ জুলাই
  • সেমি-ফাইনাল ২- ২৬ জুলাই শুক্রবার
  • ফাইনাল – ২৮ জুলাই রবিবার
গত বছর মহিলা এশিয়া কাপ ২০২৩-র শিরোপা জিতেছিল ভারত
গত বছর মহিলা এশিয়া কাপ ২০২৩-র শিরোপা জিতেছিল ভারত

গত বছর মহিলা এশিয়া কাপ ২০২৩-র শিরোপা জিতেছিল ভারত। ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। এদিকে চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই প্রতিযোগিতাকে পাখির চোখ করছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File