কলকাতায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক মহিলা সহ ৩ জন

Thursday, December 21 2023, 2:26 pm
কলকাতায় ফের উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক মহিলা সহ ৩ জন
highlightKey Highlights

ভোটের মুখে ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি নাইন এম এম অত্যাধুনিক পিস্তল ও ১২টি ম্যাগাজিন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় বাবুঘাটের কাছে অভিযান চালায় পুলিশ। ইডেন গার্ডেন্স রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় এক মহিলা সহ ২ জনকে। পরে তাদের জেরা করে বারুইপুর আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, বিহারের ভাগলপুর থেকে বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। নিয়ে যাওয়া হচ্ছিল বারুইপুরে এক অস্ত্র বিক্রেতার কাছে। বিহার থেকে কী কারণে অস্ত্র আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File