গুজরাত নির্বাচন আসন্ন, ৭৫ লক্ষ টাকা সহ পুলিশের হাতে আটক কংগ্রেস কর্মী

Thursday, November 24 2022, 11:43 am
highlightKey Highlights

মাহিধরপুরার অঞ্চলের জদাখাদি অঞ্চল থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা উদ্ধার করলো জেলা নির্বাচন অফিসের স্ট্যাটিক সারভিলেন্স দল।


গত বুধবার রাতে মাহিধরপুরার অঞ্চলের জদাখাদি অঞ্চল উদ্ধার করা হয় টাকা ভর্তি গাড়ি। ওই গাড়িটিতে সেই মুহুর্তে তিনজন ছিলেন। উদ্ধারের পর শুরু হয় পুলিশী তল্লাশি।

কিছুদিন পরই গুজরাতে নির্বাচন, ভোটের আগেই এত টাকা উদ্ধার নিয়ে কী বলছে নির্বাচন অফিসের সূত্র?

পুলিশের তল্লাশি চলাকালীন ওই গাড়িতে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে যারা ওই টাকা ভর্তি গাড়িতে উপস্থিত ছিলেতাঁরা প্রত্যেকেই কংগ্রেসের কর্মী। এত টাকা কোথা থেকে আসছে? সেই খোঁজই চালাচ্ছে পুলিশ।

এসএসটি আচমকা সাফল্য পায়নি। তাদের কাছে আগে থেকেই ধারনা ছিল। সেরকম খবরই মিলেছিল। তাই গাড়ি আটকে তল্লাশি করা হয়েছিল। উদয় সিং গুরজর যিনি রাজস্থানের বাসিন্দা এবং রান্ডের অঞ্চলের ফইজ সৈয়দকে এসএসটি'র দল জিজ্ঞাসাবাদ করে এবং পরে তুলে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসের হাতে।

সূত্রের মারফত জানা গিয়েছে যে গুরজার একজন কংগ্রেস কর্মী। সে রাজস্থানের বাসিন্দা। সেখানেই দলের হয়ে কাজ করে। সে রাজস্থানে দলের প্রচারে এসেছে। সে জানিয়েছে যে টাকার বিষয়ে সে কিছুই জানে না। সৈয়দ ছিল গাড়ির চালক। দুজনেই বলে যে ওই টাকা শ্রীরাম অঙ্গদিয়ার থেকে তাঁরা এনেছিল, কিন্তু কোথায় সেটা দেওয়া হবে তাঁরা টাকা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারেনি। পুলিশ বলেছে টাকা কথা থেকে নিয়ে এসে কোথায় যাচ্ছিল তার তথ্য আমাদের কাছে আছে।

নির্বাচন অফিসের সূত্রে জানা গিয়েছে যে, গাড়ির মধ্যে রাহুল গান্ধীর জনসভার পাস এবং কংগ্রেসের কিছু পামপ্লেট পাওয়া গিয়েছে গাড়ি থেকে। সেখান থেকে আরও কিছু পাওয়া গিয়েছে কি না তা নিয়ে তথ্য দিয়ে চায়নি পুলিশ। কংগ্রেস অবশ্য জানিয়েছে তাঁরা এই সম্বন্ধে কিছু জানে না। টাকার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

গুজরাতে ভোট রয়েছে আগামী পয়লা ডিসেম্বর। তার আগে রাজ্যে প্রচার চালাচ্ছে বিজেপি। কংগ্রেসও জোরসে প্রচার করছে, কিন্তু পাল্লা ভারী বিজেপির। বলা হচ্ছে যে এখানে যাই হউয়ে যাক জিতবে বিজেপিই। তাঁরাই এখানে ক্ষমতায় আসবে। ক্ষমতায় এলে এটা হবে সপ্তমবার। আর তেমন হলে তা এক বিরাট নজির হয়ে দাঁড়াবে। সেখান থেকে কীভাবে বিপক্ষ ঘুরে দাঁড়ায় সেটাই দেখার।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File