Apple in India | ভারতীয় সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী অ্যাপল! ফোর্জের সঙ্গে আলোচনায় আমেরিকার সংস্থাটি!

ভারত ফোর্জের সঙ্গে অ্যাপল এর পণ্য অ্যাসেম্বল করার আলোচনা শুরু করেছে আমেরিকার সংস্থাটি।
ভারত ও অ্যাপলের মধ্যে আরও দৃঢ় হতে চলেছে সম্পর্ক। ভারত ফোর্জের সঙ্গে অ্যাপল এর পণ্য অ্যাসেম্বল করার আলোচনা শুরু করেছে আমেরিকার সংস্থাটি। জানা গিয়েছে, এবার কল্যাণী গোষ্ঠীর সংস্থাটিকে যোগ করতে চায় অ্যাপল। আলোচনা সফল হলে অ্যাপলের যন্ত্রাংশ এমনকী মেকানিকস তৈরি করবে ভারত ফোর্জ। ওয়াকিবহাল এক সূত্রের কথায়, ‘ভারতের বেশ কিছু বড় সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী অ্যাপল। আর সেই জন্য ভারত ফোর্জের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। মহারাষ্ট্রের পুনেতে ভারত ফোর্জের কারখানা রয়েছে।’
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অ্যাপল
- ভারত