উত্তরাখণ্ডের সফরে গিয়ে কৈঞ্চি ধামের বাবার দর্শন করলেন বিরুষ্কা, বিতরণ করলেন কম্বলও
ছুটির মুডে রয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
কন্যা ভামিকা ও স্ত্রী অনুষ্কাকে নিয়ে উত্তরাখণ্ড সফরে গেলেন বিরাট কোহলি। আর এই উত্তরাখণ্ডে রয়েছে নামকরা কুমায়ুনের কৈঞ্চি ধাম। আর ধামেরই বাবা নিম করৌলি মহারাজের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা তারকা দম্পতির। তাই উত্তরাখণ্ডে পৌঁছেই আগে বাবা নিম করৌলি মহারাজের আশীর্বাদ নিতে তারকা সেখানে গেলেন। আর সেখানেই তারকা দম্পতিকে দেখে তাদের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পরেন।
উওরাখন্ডে ভ্রমণে গিয়ে অনুগামীদের সঙ্গে ছবি তুলে তা শেয়ার করলেন বিরাট কোহলি,ছবিগুলো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিরাট ও অনুষ্কা তাদের ভ্রমণের ছবি শেয়ার করেছেন আর সেই ছবিগুলিতে বিরুস্কাকে কালো জ্যাকেটে দেখা যাচ্ছে। তাদের পাশে বসে থাকতে দেখা গেছে অনেক অনুগামীদের। এই ছবি তোলা হয়েছে কুমায়ুনের কৈঞ্চি ধাম থেকেই। তারকা দম্পতির পাশে যারা বসে ছ্যবি তুলেছেন তাদেরও সোয়েটার। মাফলার, জ্যাকেট পরে ছবি তুলতে দেখা গেছে। শেয়ার করা এই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আরেকটি যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিরাট এক হাতে চায়ের কাপ ধরে রেখেছেন এবং অনুষ্কাকে একটি বই ধরে রেখেছেন। এই ছবিতে জমিয়ে লাইক করেছেন অনুগামীরা। তবে কমেন্ট করতেও দেখা গেছে উনেক ভক্তদেরো। এই ছবিগুলি তারকা দম্পতির এক ভক্তই শেয়ার করেছেন। তিনি ছবি পোস্ট করার পাশপাশি লিখেছেন ক্যাপশনও। তিনি জানিয়েছেন, ' আজ কুমায়ুনের কৈঞ্চি ধামের ছবি। @imVkohli এবং @AnushkaSharma-এর আরও ছবি আছে’।
যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোজ দিয়েছেন তাতে দেখা গেছে তাতে দেখা যাচ্ছে, একটি ছবিতে দেখা বিরাট অনুষ্কার গায়ে হাত দিয়ে বসে পোজ দিয়ে ছবি তুলেছেন। তারকা দম্পতিদের অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে।
শুধু তাই নয়, তারকা দম্পতি কিন্তু উত্তরাখণ্ডের অনেক বাসিন্দাদের হাতে কম্বলও তুলে দিচ্ছেন। তারা সেখানে গিয়ে সকলের সঙ্গে খুব মজা করেছেন তা তাদের দেখে স্পষ্ট বোঝা যায়। দম্পতি ছাড়াও সেখানকার অনুগামীরাও তাদের সঙ্গে খুশি মজায় কাটিয়েছেন, তা ছবি থেকে স্পষ্ট।
উল্লেখ্য, টি টুয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বিরাট ভারতে ফিরে এসেছেন। সম্প্রতি, মুম্বই বিমান বন্দরে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে দেখা হয় অনুপম খেরের। অনুপম খের তারকা দম্পতির সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে সঙ্গে লিখেছেন ক্যাপশনও। তিনি জানিয়েছেন, অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে দেখা হয়ে আমি খুব খুশি। তাদের সঙ্গে আমার মুম্বইবিমান বন্দরে দেখা হয়েছিল।
- Related topics -
- সেলিব্রিটি
- বিরাট কোহলি
- অনুষ্কা শর্মা
- উত্তরাখণ্ড