ফের সিবিআই হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত, গুরুতর অসুস্থ জানালেন তাঁর আইনজীবী

Sunday, April 24 2022, 4:29 pm
highlightKey Highlights

রবিবার দুপুর আড়াইটে নাগাদ ফের অনুব্রত মণ্ডলকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন সিবিআই। পরে অনুব্রতর আইনজীবীরা মেল করে সিবিআইকে জানিয়েছেন তিনি অসুস্থ।


শনিবারের পর রবিবারও সিবিআইয়ের হাজিরার তলব এড়িয়ে গেলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূমের গৌরব সরকার খুনের ঘটনায় তলব করা হয়েছিল তাঁকে। রবিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হলেও আসেননি তিনি।

হাসপাতাল থেকে ফেরার পরও সিবিআই এর ডাকে সাড়া দিলেননা অনুব্রত মন্ডল

শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত। সেই দিনই ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁকে হাজিরার নোটিশ দেয় শনিবার সিবিআই। বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরবকে পিটিয়ে খুনের ঘটনায় এই তলব। গত বছর ২ মে গৌরবকে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় তাঁকে তৃতীয় নোটিশ দেয় সিবিআই। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে নিউটাউনে বাড়ি ফেরেন অনুব্রত। তার পরই ফের তৎপর সিবিআই।

Trending Updates

বাড়ি ফেরার পর আবারও অনুব্রতকে নোটিশ পাঠানো হয় কিন্তু তারপরও হাজিরা দেননি তিনি। তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘অনুব্রতবাবু অসুস্থ৷ তাঁকে সবে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে তাঁর পক্ষে বাইরে কোথাও বেরনো সম্ভব না। মেল পাঠিয়ে সিবিআইকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File