NEET | বিধানসভায় পাস হল নিট বিরোধী প্রস্তাব! '২৪ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে' বললেন ব্রাত্য বসু
Wednesday, July 24 2024, 2:41 pm
Key Highlights
নিট নিয়ে দেশজোড়া আন্দোলনের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি তোলেন, আগের মতো মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার ভার ছাড়া হোক রাজ্য সরকারগুলির হাতে।
বিধানসভায় পাস হল নিট বিরোধী প্রস্তাব। এই প্রস্তাবের পক্ষে বলতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “৩০ থেকে ৪০ লক্ষ টাকায় প্রশ্নফাঁস হয়েছিল। দেশের ২৪ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে।” নিটে বেনিয়মের প্রতিবাদে এবং রাজ্যের হাতে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার ভার ফেরানোর দাবিতে বুধবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনে শাসকদল। নিট নিয়ে দেশজোড়া আন্দোলনের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি তোলেন, আগের মতো মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার ভার ছাড়া হোক রাজ্য সরকারগুলির হাতে।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা ব্যবস্থা
- বিধানসভা ভবন
- নিট পরীক্ষা
- ব্রাত্য বসু