Kolkata Metro | ফের মেট্রোর লাইনে ঝাঁপ! এমজি রোড মেট্রো স্টেশনে বিঘ্নিত পরিষেবা
Friday, April 25 2025, 4:56 pm

শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ব্লু লাইনের এমজি রোড মেট্রো স্টেশনেএক ব্যক্তি কবি সুভাষমুখী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন।
কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। সূত্রের খবর, শুক্রবার ব্লু লাইনের এমজি রোড মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। এদিন রাত ৯টা ২৮ মিনিটে এক ব্যক্তি কবি সুভাষমুখী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন। দ্রুত থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তির দেহ উদ্ধার করতে নেমেছে প্রশাসন। ফলে কবি সুভাষমুখী মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। ভোগান্তি হচ্ছে অফিসযাত্রীদের। তবে আপ লাইনে স্বাভাবিক রয়েছে গাড়ি চলাচল। খবর পৌঁছেছে জোড়াসাঁকো থানায়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- আত্মহত্যা
- অস্বাভাবিক মৃত্যু
- নিহত