আবহাওয়াতামিলনাড়ুতে আবারো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি আশঙ্কা বাড়াচ্ছে।
ঘূর্ণিঝড় নিভার তামিলনাড়ু এবং পুদুচেরি লণ্ডভণ্ড করে দিয়েছে। সেই ক্ষত সারিয়ে ওঠার আগেই দেখা দিয়েছে আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা । মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপটি রবিবারের মধ্যে শক্তি বাড়াবে এবং সেটা ক্রমে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ফের কোপ পড়তে পারে চেন্নাইয়ের উপর। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ২৯ নভেম্বর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, এখন সে দিকেই নজর রাখা হচ্ছে। নিম্নচাপটি তামিলনাড়ুর দক্ষিণে পশ্চিম অভিমুখ বরাবর অগ্রসর হতে পারে, ফলে সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির।