Aniket Mahato | ‘রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের মার্ডারের পথে হাঁটছে’- ইস্তফার পরেই বিস্ফোরক অনিকেত
Friday, January 2 2026, 4:09 pm
Key Highlightsআদালতের নির্দেশ তাঁর পক্ষেই যায়। অভিযোগ, তবুও আদালতের নির্দেশ অমান্য করে সরকার এবং স্বাস্থ্য দফতর।
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এখনও জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে পোস্টিং দেয়নি রাজ্য সরকার। অনিকেতের কথায়, “সবটাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। রাজ্যে সরকার আমার ডাক্তারি জীবনের মার্ডারের পথে হাঁটছে। আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য ৩০ লক্ষ টাকা সরকারকে দিতে হবে। সেই টাকা দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা চাই। সমাজের সকল শুভানুধ্যায়ী মানুষের কাছে আমি সাহায্য চাইছি।” জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিকেত মাহাতো।

