বিদেশ যাত্রা অনীক দত্তর ‘অপরাজিত’র, লন্ডন ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এই ছবি
সত্যজিৎ রায়ের জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে হয়েছে ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। এবার এই ছবি দেখা যাবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’
শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। এই ছবি নিয়ে আগ্রহ বেড়েই চলেছে সিনেপ্রেমীদের মধ্যে। তবে জানা গিয়েছে এবার ‘অপরাজিত’ দেখানো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’। সত্যজিৎ রায়ের জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে হয়েছে ছবির স্পেশ্যাল স্ক্রিনিং।
মুক্তির আগেই ‘অপরাজিত’ টিমের কাছে এল এক দুর্দান্ত খবর!
অনীক দত্ত পরিচালিত এই ছবিতে সত্যজিৎ রায়ের নাম বদলে হয়েছে অপরাজিত রায়। ‘পথের পাঁচালী’ বদলে গেল ‘পথের পদাবলী’তে। ফ্রেমে ফ্রেমে উঠে এল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্যের গল্প। এর আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে হয়েছে এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক শ্যাম বেনেগল। অনীক দত্তর এই ছবি দেখে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। শুধু তাই সত্যজিৎ রায়ের চরিত্রের জিতু কমলের অভিনয় দেখেও, জিতুকে শুভেচ্ছা জানিয়েছেন শ্যাম বেনেগল।
ট্রেলারে দেখা মিলল রেডিও সাক্ষাৎকার দিতে গিয়ে ‘পথের পাঁচালী’ যা কিনা অনীকের ছবিতে ‘পথের পদাবলী’, তা তৈরির নেপথ্যের গল্প শোনাচ্ছেন সত্যজিৎ। এভাবেই গল্পকে এগিয়ে নিয়ে যাবেন পরিচালক অনীক।