Job vacancy: বলা মাত্র বমি করতে হবে, এমনই কর্মী খুঁজছে চিকিৎসাকেন্দ্র
Key Highlightsদেরি না করে আজই আবেদন করুন। প্রার্থীর যোগ্যতা যাচাই করতে হিমশিম খাচ্ছেন সংস্থার কর্মীরা।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ‘দ্য কিন্ট ক্লিনিক’ নামের ওই চিকিৎসাকেন্দ্রে মূলত উদ্বেগ, দুশ্চিন্তা ও বিভিন্ন ধরনের ভয়ের মতো মানসিক সমস্যার চিকিৎসা করা হয়। সেই চিকিৎসাকেন্দ্রের গবেষকদের এমন ব্যক্তি দরকার, যিনি মানসিক অবস্থা নির্বিশেষে বমি করতে সক্ষম।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন ধরনের ভয় ও মানসিক সমস্যার চিকিৎসা চলাকালীন রোগীদের বমি করার প্রবণতা কেমন থাকে, তা তুলনা করে দেখার জন্যই এমন কর্মচারী প্রয়োজন। তবে কাজটি স্থায়ী নয়, আংশিক সময়ের জন্য। ঐ সংস্থা সূত্রে খবর, আগে যিনি ওই পদে কাজ করতেন, সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দেওয়াতেই নতুন কর্মচারী নিয়োগ করার প্রয়োজন হয়েছে ক্লিনিকটির।
কিন্তু এমন কাজ করতে কি আদৌ কেউ আগ্রহী? ক্লিনিকের এক চিকিৎসক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রায় ১০০ মানুষ আবেদন করেছেন চাকরির জন্য। চাকরিপ্রার্থীদের এ হেন উদ্যম দেখে হতবাক ক্লিনিক কর্তৃপক্ষও।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- নেদারল্যান্ড








