তীব্র গরমে সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে বিদ্যুতের চাহিদা, ৬০০-র বেশি ট্রেন বাতিল করলো কেন্দ্র

Saturday, April 30 2022, 1:23 pm
highlightKey Highlights

প্রতিবছরই এপ্রিল মাসে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। কিন্তু বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতে মজুত কয়লার অপ্রতুলতা এ বার সমস্যা বাড়িয়েছে।


তীব্র গরমে দেশ জুড়ে সর্বোচ্চে গিয়ে ঠেকেছে বিদ্যুতের চাহিদা। এর ফলে বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতে মজুত রাখা কয়লায় টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই ৬০০-র বেশি ট্রেন বাতিল করল কেন্দ্রীয় রেলমন্ত্রক। 

বিদ্যুতের চাহিদা বৃদ্ধি! কোপ পড়েছে রেল পরিষেবায়

  কেন্দ্রীয় রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে যে ভাবে দেশ জুড়ে ব্যাটিং করছে দাবদাহ, তাতে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। ফলে ঘরে ঘরে ফ্যান, এসি চলছে। তার জেরে একলাফে বিদ্যুতের চাহিদা সর্বকালীন উচ্চতায় গিয়ে ঠেকেছে। শুক্রবার গোটা দেশে ২ লক্ষ ৭ হাজার ১১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। মূলত দুুপুর ২টো বেজে ৫০ মিনিট থেকেই এই চাহিদা তৈরি হয়। সেই চাহিদার জোগান দিতে হিমশিম খেতে হয় বিদ্যুৎকেন্দ্রগুলিকে। ফলে অনেক সময় ধরে লোডশেডিং দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। 

Trending Updates

পরিস্থিতি সামাল দিতে তাই ৬০০-র বেশি ট্রেন বাতিল করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক (Rail Ministry)। তার মধ্যে দূরপাল্লার ট্রেন যেমন রয়েছে, তেমনই রয়েছে লোকাল ট্রেনও। এর ফলে মুশকিল বাড়ল সাধারণ মানুষেরই। তবে ভারতীয় রেলের একজিকিউটিভ ডিরেক্টর গৌরবকৃষ্ণ বনসল এপ্রসঙ্গে জানিয়েছেন, "এটা সাময়িক ব্যবস্থা। শীঘ্রই ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হয়ে যাবে। বিদ্যুৎকেন্দ্রগুলিতে দ্রুত কয়লা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। তবে রেলের তরফে আশ্বাস দেওয়া হলেও, বিষয়টি ঘিরে সমালোচনা শুরু হয়েছে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File