সেলিব্রিটি

শোয়েব-সানিয়া বিবাহবিচ্ছেদ! ডিভোর্সের গুজবের মধ্যেই এবার একসঙ্গে রিয়্যালিটি শোতে দেখা যাবে খেলোয়াড় দম্পতিকে

শোয়েব-সানিয়া বিবাহবিচ্ছেদ! ডিভোর্সের গুজবের মধ্যেই এবার একসঙ্গে রিয়্যালিটি শোতে দেখা যাবে খেলোয়াড় দম্পতিকে
Key Highlights

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্ক ভাঙনের খবর শিরোনামে রয়েছে। তবে এই সংবাদ সত্য না মিথ্যা আসুন তা জেনে নেওয়া যাক

বিবাহ বিচ্ছেদ নিয়ে শোয়েব-সানিয়ার তরফ থেকে এখনও কিছুই জানা যায়নি। তবে এই বিচ্ছেদের গুজবের মাঝেই শোনা যাচ্ছে যে একসঙ্গে এক রিয়্যালিটি শোতে আসতে চলেছে এই খেলোয়াড় দম্পতি। গত শনিবার ঘোষণা করা হয় দ্য মির্জা মালিক শোতে একসঙ্গে দেখা যাবে সানিয়া ও শোয়েবকে। এই শোয়ের ঘোষণার পরই ভক্তদের মধ্যে আবারও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মের ইমস্টাগ্রাম পেজে "দ্য মির্জা মালিক" শো এর ঘোষণা করা হয়, তবে কী বিবাহ বিচ্ছেদ কেবলই গুঞ্জন!

শোয়ের ফার্স্ট লুক পোস্টারও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, যেখানে সানিয়া ও শোয়েবকে একসঙ্গে দেখা গিয়েছে। এই দু'‌জন বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। তবে এই পোস্টার যদিও তাঁরা তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেননি। এই পোস্টার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ যেমন খুশি হয়েছেন আবার কিছুজন প্রশ্ন তুলেছেন। অনেকের মতে প্রচার পাওয়ার জন্যই সানিয়া-শোয়েব এই বিচ্ছেদের গুজব রটিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই সানিয়া ও শোয়েব মালিকের দাম্পত্য জীবনে চিড় ধরেছে বলে খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র। সানিয়া মির্জাও তাঁর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেন সম্প্রতি, যা দেখে তাঁদের বিচ্ছেদ হওয়ার বিষয়টি সবার প্রথম মাথায় আসে। এমনকী শোয়েব মালিকের এক ঘনিষ্ঠ বন্ধু ইতিমধ্যেই তাঁদের ডিভোর্স হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। সেই বন্ধু বলেছেন, '‌হ্যাঁ, তাঁদের আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলব না শুধু এই খবরটা নিশ্চিত করছি।'‌ প্রসঙ্গত, কিছুদিন আগেই সানিয়া মির্জা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, '‌কোথায় যায় ভাঙা হৃদয়েরা?‌ ইশ্বরের খোঁজে যায়।'‌ এরপরই তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে গুঞ্জন শুরু হয়। ২০১০ সালে হায়দরাবাদে রাজকীয়ভাবে বিয়ে হয় সানিয়া ও শোয়েবের। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে, নাম ইজহান মির্জা মালিক।


SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Supreme Court | দেশজুড়ে বেড়েছে সাইবার প্রতারণা, প্রশাসনকে ‘শক্ত হাতে’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
IND vs SA, Women's World Cup 2025 | রবিবাসরীয় বিকেলে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, ফাইনালের মুকুট উঠবে কার মাথায়?
BLO-SIR | এসআইআর-এর নির্দেশিকা নিয়ে ধোঁয়াশা, প্রশিক্ষণ শিবিরেই বিক্ষোভ BLO-দের
Weather Update | শীতের আমেজে মজছে শহর কলকাতা, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Sabarimala temple | শবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বোর্ডের আরেক আধিকারিক!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo