ওমিক্রনের প্রকোপ বাড়তেই ফের বন্ধ স্কুল-কলেজ, রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

করোনার নিউ ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। ৩ রা জানুয়ারির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা তবে তার আগেই রাজ্যের মুখ্যসচিব একাধিক বিধিনিষেধের ঘোষণা করে দিয়েছেন।


করোনার নয়া স্ট্রেন ইতিমধ্যেই বঙ্গের বেশ কিছু জায়গায় থাবা বসিয়েছে। প্রতিনিয়ত বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় ওমিক্রনের সংক্রমণ রুখতে আপাতত দু’সপ্তাহের কড়া কোভিডবিধি জারি করল রাজ্য সরকার। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কী কী পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যসচিব

ওমিক্রনে সংক্রমণ রুখতে গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এক নির্দেশিকা জারি করলেন। বিধিনিষেধ প্রসঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, "পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়। পুরভোটে কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।" এছাড়াও বেশকিছু বিধিনিষেধ জারি করা হয়। 

Trending Updates
গত রবিবার নবান্নে আয়োজিত বৈঠক 
গত রবিবার নবান্নে আয়োজিত বৈঠক 

করোনা রুখতে কোন কোন বিধিনিষেধ চালু করা হয়েছে তা দেখে নিন একনজরে

  • স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 
  • সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।
  • বন্ধ করা হল সমস্ত সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার, সেলুন। 
  • চিড়িয়াখানা থেকে শুরু করে রাজ্যের সমস্ত পর্যটন স্থল বন্ধ থাকবে। 
  • সমস্ত সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী কাজ করবে বাকিদের করতে হবে 'ওয়ার্ক ফ্রম হোম' । 
  • ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, তবে দূরপাল্লার কোনও ট্রেন এখনই বন্ধ করা হচ্ছে না। 
  • বাজার, শপিং মলে ৫০ শতাংশ মানুষ একসঙ্গে প্রবেশ করতে পারবেন। 
  • বিয়ে বাড়ি সহ সমস্ত সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন নিমন্ত্রিত থাকবে
  • রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা, থিয়েটার।
  • রাত্রি ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচলেও জারি থাকবে কড়া বিধিনিষেধ। 
  • রাত ১০টার পর কোনও অনুষ্ঠান করা যাবে না। 
  • শবযাত্রায় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File