Alia-Ranbir: বিয়ের পর আলিয়ার সাজ দেখে উঠল মন্তব্যের ঝড়

Tuesday, April 19 2022, 1:01 pm
highlightKey Highlights

এ যেন নানা মুনির নানা মত। পরীর মতো আলিয়াকে দেখে অনেকে অনেক মন্তব্য প্রকাশ করেছে।


এখনও ৭ দিন হয়নি বলিউড অভিনেতা রণবীর কাপুরের সাথে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাট। কিন্তু বিয়ের অনুষ্ঠান সেরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই নব দম্পতি। সোমবার, সদ্যবিবাহিত রণবীরকে দেখা গিয়েছিল টি-সিরিজ অফিসের বাইরে। সাধারণ পোশাকে ফিরে গিয়েছেন আবার। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপিয়েছিলেন চেকার্ড শার্ট।

অন্যদিকে মঙ্গলবার নব পরিণীত আলিয়াকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। নরম গোলাপি সালোয়ার কামিজে তাঁকে দেখাচ্ছিল পরীর মতো। খুশিতে উজ্জ্বল তাঁর চোখ মুখ। বিয়ের মেহেন্দি এখনও উজ্জ্বল। প্রশংসার পাশাপাশি নানা তির্যক মন্তব্য ছিটকে এল আলিয়া ভট্টের দিকে। কেউ বললেন, 'সে কী! সিঁদুর কোথায়?' আরেকজন বললেন, 'নতুন বউ বলে তো মনেই হচ্ছে না।' আবার কেউ বললেন, 'সুন্দর লাগছে আলিয়া, কিন্তু সিঁদুর আর লাল চুরি হলে আরও ভাল মানাত।'

তবে আলিয়ার সে সবে খেয়াল নেই। রণবীরের মতো তিনিও কাজেই মন দিয়েছেন। কর্ণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে রণবীর সিংহের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। পাশাপাশি, হিমাচল প্রদেশে ‘পশু’-র প্রথম দফার শ্যুটিং শুরু করবেন রণবীর।

সূত্রের খবর, শ্যুটিংয়ের কাজে রণবীর গোটা মে মাস স্পেন এবং মুম্বইতে কাটাবেন। আর আলিয়া তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। 
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File