মা হলেন আলিয়া ভাট, জন্ম দিলেন কন্যা সন্তানের, উচ্ছসিত বাবা রণবীর কাপুর

Sunday, November 6 2022, 4:33 pm
highlightKey Highlights

অবশেষে এল দীর্ঘ প্রতীক্ষিত সেই খুশির মুহূর্ত। এক ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী আলিয়া ভাট।


রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের এইচ.‌এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন রণবীর ঘরণী। এদিন রণবীর কাপুর সহ গোটা কাপুর ও ভাট পরিবার কালো গাড়িতে চেপে হাসপাতালে আসেন। এই বছরের জুন মাসেই আলিয়া ভাট তাঁর মা হওয়ার খবর ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।

সকলের সাথে খুশির খবর ভাগ করে নেওয়ার জন্য, সদ্য মা আলিয়ার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করা হয়েছে


আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তার মেয়ের আগমনের ঘোষণা করেছেন। এই পোস্ট করার সাথে সাথেই নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের তারকামহল থেকে শুরু করে অনুরাগীরা। এমনকি অনেকে তাদের আনন্দ এবং উত্তেজনা প্রকাশ করতে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে বিশেষ পোস্ট শেয়ার করেছেন। মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে মেয়ের জন্ম দেন আলিয়া। এটি সেই জায়গা যেখানে রণবীরের বাবা ঋষি কাপুর শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। 

Trending Updates
ঘর আলো করে আলিয়া-রণবীরের পরিবারে এলো কন্যা সন্তান
ঘর আলো করে আলিয়া-রণবীরের পরিবারে এলো কন্যা সন্তান

সেলিব্রিটিদের মধ্যে প্রথম নতুন মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা শর্মা এবং সোনম কাপুর। তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লিখেছেন, "বাবা-মাকে অনেক অভিনন্দন এবং শিশু কন্যাকে অনেক ভালবাসা এবং আশীর্বাদ।" আলিয়ার করা পোস্টে মন্তব্য করেছেন সোনম কাপুর। তিনি লিখেছেন "অভিনন্দন প্রিয় মেয়ে আপনার রাজকন্যা দেখার জন্য অপেক্ষা করতে পারে না। "

নেহা ধুপিয়া মন্তব্য করেছেন, "অভিনন্দন ঈশ্বর আপনাদের তিনজনকেই সর্বকালের সবচেয়ে বড় আলিঙ্গন করুন।" মাধুরী দীক্ষিত আরও লিখেছেন, "আপনার মিষ্টি ছোট্ট শিশু কন্যার জন্মের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।"

কপিল শর্মা লিখেছেন, "অভিনন্দন মা বাবা এটা ঈশ্বরের সেরা উপহার, আপনি ছোট রাজকুমারীকে অনেক ভালবাসা দিয়ে আশীর্বাদ করেছেন ঈশ্বর আপনার সুন্দর পরিবারকে আশীর্বাদ করুন।"

কৃতি স্যানন, আয়ুষ্মান খুরানা, কিয়ারা আদভানি, অনন্যা পান্ডে, সোফি চৌধুরী, রাকুল প্রীত, নেহা ধুপিয়া, দীপিকা পাড়ুকোন, ইশান খট্টর, দিয়া মির্জা এবং জাহ্নবী কাপুরের মধ্যে অন্যরা ঘোষণা পোস্টে নতুন মাকে অভিনন্দন জানিয়েছেন।






পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File