76th Republic Day of India | আকাশ চিড়ে ত্রিশূল ফরমেশনে উড়ল সুখোই-৩০! কর্তব্যপথে প্রথমবার ভারতীয় সেনার তিন বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো!

Sunday, January 26 2025, 7:28 am
highlightKey Highlights

গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবস। প্রত্যেক বছরের মতো সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ। নিরাপত্তাও আঁটসাঁট। এবার দিল্লির কুচকাওয়াজে থাকছে মোট ৩১টি ট্যাবলো। থিম ‘স্বর্ণিম ভারত: বিকাশ অউর ভিরাসত’। এবারে দিল্লির অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। থাকছেন সমাজের বিভিন্ন স্তরের আরও ১০ হাজার অতিথি। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে। অংশ নেন ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও। ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও থাকবে।


দুপুর ১২.০৭: দিল্লির আকাশ চিড়ে ত্রিশূল ফরমেশনে উড়ল সুখোই-৩০। নেতৃত্বে ক্যাপ্টেন মণীশ অরোরা। দিল্লির কর্তব্যপথে ৩০০ মিটার উপরে অবিশ্বাস্য কসরত ভিকট্রি রোল দেখাল ‘মেড ইন ইন্ডিয়া’ তেজস যুদ্ধবিমান।

দুপুর ১২.০৬: বজরং ফরমেশনে আকাশ কাঁপাল অত্যাধুনিক ৬টি রাফালে যুদ্ধবিমান।

দুপুর ১২.০৫: অমৃতকাল ফরমেশনে ভারতীয় বায়ুসেনার পরমানু বোমাবাহী ৫টি বোমারু জাগুয়ার বিমান।

Trending Updates

দুপুর ১২.০৩: আকাশ কাঁপিয়ে ছুটল ভারতীয় সেনার বিশাল পরিবহণ বিমান সুপার হারকিউলিস। এবার পালা সুখোই-৩০ এমকেআই -এর। সাবমেরিন বিধ্বংসী পি নাইন আই -এর সঙ্গে উড়ল দুটি সুখোই-৩০ এমকেআই।

সকাল ১১.৫৭: এবার আকাশে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট। তাক লাগানো কসরত অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের। নেতৃত্বে গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ সারথী। তৈরি করছেন ‘ভিক্টরি’ ফরমেশন। বায়ুসেনার মোট ৪০ যুদ্ধবিমান অংশ নিচ্ছে কুচকাওয়াজে। এর মধ্যে ২২টি ফাইটার জেট। আন্তনো ৩২ বিমানের ফ্লাই পাস্ট। ডরনিয়ার বিমানে ‘রক্ষক’ ফরমেশন।

সকাল ১১.৩৫: বিষ্ণুপুরের টেরাকোটা, ছৌ নৃত্য, বাউল এবং দুর্গাপুজোর মিশেলে তৈরি বাংলার ট্যাবলো। রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও।

সকাল ১১.৩০: মৌসম ভবনের সার্ধ শতবর্ষে বিশেষ ট্যাবলো।

সকাল ১১.২৬: উত্তরপ্রদেশের ট্যাবলোয় মহাকুম্ভের প্রচার।

সকাল ১১.২৪: দূষণমুক্তি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা দিচ্ছে অন্ধ্রপ্রদেশের ট্যাবলো।

সকাল ১১.২০: এবার একে একে আসছে রাজ্যের ট্যাবলো। হরিয়ানার ট্যাবলোয় কুরুক্ষেত্রের প্রদর্শন। যেখানে শ্রীকৃষ্ণ গীতার বাণী শোনাচ্ছেন অর্জুনকে।

সকাল ১১.০৬: রাজপথে এই প্রথমবার ব্যালেস্টিক মিসাইল প্রলয়। রেড রোডের কুচকাওয়াজে ভারতীয় সেনার রোবট কুকুর।

সকাল ১১.০২: সেনার তিন বাহিনীর যৌথ ট্যাবলো।

সকাল ১১.০০: আত্মনির্ভর ভারতের বার্তা দিয়ে রাজপথে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলো।

সকাল ১০.৫৮: কুচকাওয়াজে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ট্যাবলো।

সকাল ১০.৫২: কর্তব্যপথে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম।

সকাল ১০.৪৯: দিল্লির রাজপথে সুপারসনিকৃ ব্রহ্মস মিসাইল। রাজপথে কুচকাওয়াজে শামিল পিনাক রকেট সিস্টেমও। আঘাত হানতে পারে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে।

সকাল ১০.৪৬: নাগ মিসাইল সিস্টেমের পালা। কর্তব্যপথে ক্যাপ্টেন সৌরভ প্রতাপ সিংয়ের নেতৃত্ব শক্তি প্রদর্শন সারথ ইনফ্যান্টি ভেহিক্যালের।

সকাল ১০.৪৫: কর্তব্যপথে শক্তি প্রদর্শন টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টের। নেতৃত্বে ক্যাপ্টেন সৌরভ অটোয়াল।

সকাল ১০.৩১: দিল্লির কর্তব্যপথে জাতীয় পতাকা উত্তোলন হলো। শুরু হলোকুচকাওয়াজ। আকাশপথে এমআই-১৭ হেলিকপ্টারে ভারতীয় জাতীয় পতাকা বহন। করা হল পুষ্পবৃষ্টিও।

সকাল ১০.২৭: কর্তব্যপথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন মুখ্য অতিথি প্রাবো সুবিয়ান্তোও।

সকাল ১০.১৮: রাইসিনা হিল থেকে কর্তব্যপথের উদ্দেশে রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। সঙ্গে রয়েছে এবারের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবনে সেনা সর্বাধিনায়ক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ও প্রধান অতিথিকে ‘প্রেসিডেন্ট গার্ড’ দেওয়া হল।

সকাল ১০.১৩: দিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। সেখান থেকে বেরনোর আগে ডিজিটাইজড পদ্ধতিতে নিজের মনের কথা জানিয়ে এলেন প্রধানমন্ত্রী।

সকাল ৯.৪১: দিল্লির কর্তব্যপথজুড়ে মোতায়েন ১৫ হাজার পুলিশ। আটারি-ওয়াঘা সীমান্তে ভারত-পাকিস্তান সেনার মধ্যে মিষ্টি বিতরণ চলছে।

সকাল ৮.৫৪: সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার দেখা মিলবে ‘প্রলয়’-এর। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই প্রথমবার দেখা যাবে দিল্লির কর্তব্যপথে। দেখে নিন এর বিশেষত্ব।

সকাল ৮.০০: দেশবাসীকে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।

সকাল ৭.৩০: দিল্লির কর্তব্যপথে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। থাকছেন সমাজের বিভিন্ন স্তরের আরও ১০ হাজার অতিথি। দিল্লির কুচকাওয়াজে থাকছে মোট ৩১টি ট্যাবলো। থিম ‘স্বর্ণিম ভারত: বিকাশ অউর ভিরাসত’। এই প্রথমবার ভারতীয় সেনার তিন বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো থাকছে অনুষ্ঠানে। ‘সারে জাঁহা সে আচ্ছা’র সুরে মাতবে কর্তব্যপথ। দেশের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্য ওই সুর শোনাবেন। ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নেবেন। ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File