Noapara-Airport Metro Trial Run | তৈরি হচ্ছে এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড স্টেশন, শুক্রবার নোয়াপাড়া বিমানবন্দর অবধি মেট্রোর ট্রায়াল রান হলো
Friday, January 24 2025, 5:17 pm
Key Highlights
প্রথমবার পুরোদমে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রোর ট্রায়াল রান হল।
নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে চারটি স্টেশন আছে: নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন। এই চারটি স্টেশনের মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হলো শুক্রবার। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১২ টা ৯ মিনিটে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের মেট্রো নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশনের দিকে রওনা দেয়। বেলা ১২ টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছায় মেট্রো। এশিয়ার অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন(জয় হিন্দ মেট্রো স্টেশন) ।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- বিমানবন্দর
- নোয়াপাড়া
- দমদম এয়ারপোর্ট
- কলকাতা এয়ারপোর্ট