Warmest Republic Day | গত ৮ বছরে উষ্ণতম প্রজাতন্ত্র দিবস পালন করলো ভারত! ৬ জানুয়ারি পেরোলো গড় তাপমাত্রা

Monday, January 27 2025, 4:04 pm
highlightKey Highlights

রবিবার, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস ছিল গত ৮ বছরের উষ্ণতম প্রজাতন্ত্র দিবস।


রবিবার, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস ছিল গত ৮ বছরের উষ্ণতম প্রজাতন্ত্র দিবস। IMD জানিয়েছে, এর আগে ২০১৭ সালে উষ্ণ প্রজাতন্ত্র দিবস পেয়েছিল দিল্লিবাসী। সেই বছর ২৬ জানুয়ারি দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০২৫ সালের ২৬ জানুয়ারিতে দিল্লির তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওবিদরা বলছেন, উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক হাওয়ার কারণে তাপমাত্রার হেরফের হচ্ছে। উল্লেখ্য, ১৯৯১ সালের পর থেকে ২৬ জানুয়ারি সাধারণত দিল্লিতে গড় তাপমাত্রা থাকে ২২.১ ডিগ্রি সেলসিয়াস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File