Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেনের বগি ! সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা আরেক ট্রেনের!
Sunday, January 26 2025, 6:56 am

রেল সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে এই ঘটনা।
ফের লাইনচ্যুত ট্রেন! প্রজাতন্ত্র দিবসের দিন পদ্মপুকুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেনের বগি। রেল সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে এই ঘটনা। ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, রেল ইয়ার্ড থেকে বেরোনোর সময় সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে আরেকটি ট্রেনের ধাক্কা লাগে। এর ফলে দু’টি ট্রেনেরই বগি লাইনচ্যুত হয়। তবে যাত্রী না থাকায় বড় বিপদ ঘটেনি। যাত্রীদের দাবি, এই ঘটনার পর সাঁতরাগাছি থেকে শালিমার লাইনে ট্রেন চলাচল বন্ধ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন লাইনচ্যুত
- ট্রেন দুর্ঘটনা