রাশি ফল

বৃহস্পতিবার ১৬ই জুন ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (16th June, 2022)

বৃহস্পতিবার ১৬ই জুন ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (16th June, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

মেষ রাশি

আজ দূরে কোথাও ভ্রমণের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে এবং মানসিক চিন্তা থাকবে। আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। দুপুরের পরে কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। যাঁরা গান -বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের আজ চিন্তা বৃদ্ধি পেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। 

বৃষ রাশি

আজ চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর জন্য কোনও বিপদ ঘটতে পারে। আজ এই রাশির জাতক জাতিকাদের আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তর্কে জয় লাভ করায় আনন্দ লাভ হবে। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। 

মিথুন রাশি

আজ ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন। প্রিয় জনের কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে।লিভারের সমস্যায় খরচ। প্রিয় জনের কোনও খারাপ খবর নিয়ে চিন্তা।

কর্কট রাশি

আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয়। আজ বন্ধু বিচ্ছেদের জন্য মনে কষ্ট বারতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।সঠিকভাবে চিন্তা ভাবনা করে তবেই জীবনের কোনও সিদ্ধান্ত নিন।

সিংহ রাশি

আজ সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ হবে। ব্যবসায় সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের দিক থেকে কোনও খারাপ কিছু ঘটার আশঙ্কা। প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে দেবেন না। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সব দিক থেকে আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।

কন্যা রাশি

আজ দাম্পত্য জীবনের ছন্দ ভঙ্গ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ একটু চাপ থাকবে। বুদ্ধির ভুলে কোনও কাজে খুঁত থেকে যেতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট বৃদ্ধি। বাড়তি ব্যবসায় আয় বৃদ্ধি। প্রেমের জন্য আনন্দ বৃদ্ধির সঙ্গে চিন্তাও বাড়বে। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি। কর্মস্থানে ব্যস্ততার জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।

তুলা রাশি

আজ গঠনমূলক কোনও কাজে উন্নতি ঘটতে পারে। পত্নীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। দুপুরের পরে কাজের প্রতি শারীরিক কষ্টের কারণে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক রাশি

চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি।

ধনু রাশি

আজ শারীরিক কষ্টের জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। কর্মস্থানে বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।

মকর রাশি

আজ আপনার দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ বাইরে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

কুম্ভ রাশি 

আজ স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য। পুরনো রোগের জন্য কষ্ট পেতে পারেন। ভুল কথার জন্য গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনবে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি বজায় থাকবে।

মীন রাশি

আজ কর্মক্ষেত্রে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। আপনার কোনও ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ। আজ খুব প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।


Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Sheikh Hasina Verdict | হাসিনাকে ফেরত চাইলো ঢাকা, বিবৃতি জারি করে উত্তর দিলো নয়াদিল্লি!
Sheikh Hasina | ‘এই সমস্ত রায়ের পরোয়া করি না‘! সাজা ঘোষণার আগেই মুখ খুললেন হাসিনা!
Delhi Blast | দিল্লি বিস্ফোরণের হোতাদের টাকা জোগাচ্ছিল পাকিস্তান? তদন্তে উঠে আসছে জইশ যোগ
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
SSC | প্রকাশ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা, নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদেরই!
Breaking News | ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে’, ঘোষণা কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের!