সোমবার ৩০শে মে ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (30th May,2022)

Monday, May 30 2022, 4:49 am
highlightKey Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন সোমবারের রাশিফল।


রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন সোমবারের রাশিফল

মেষ রাশি

Trending Updates

আজ, গান বাজনার প্রতি আপনি একটু বেশি আকৃষ্ট হবেন।মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সঙ্গীর জন্য মন কষ্ট বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি

আজ ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে।ব্যবসায় লাভের যোগ রয়েছে। কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের সাহায্য করতে হতে হবে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। সন্তানদের জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য সময়টা শুভ নয়।

মিথুন রাশি

আজকের দিন ব্যবসার জন্য শুভ। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। অনেক দিনের কোনও ইচ্ছে আজ পূরণ হবে। আইনি কাজের জন্য শুভ দিন। আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে।

কর্কট রাশি

আজ, সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

সিংহ রাশি

আজ, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। শারীরিক কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ। অপরের উপকার করে আজ মনে শান্তি পাবেন। তবে এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন।

কন্যা রাশি

অহংকারের ফলে অশান্তি বৃদ্ধি পেতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায়, চিন্তা থাকবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের কোনও কাজের জন্য কষ্ট পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে আজ খুব ভাল সময় কাটাবেন।

তুলা রাশি

আজ সারাদিন অস্থিরতাভাব বজায় থাকবে। বাড়তি কোনও খরচের জন্য বিবাদ হতে পারে। নতুন কোনও বন্ধু সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বৃদ্ধি পাবে। পারিবারিক কলহের যোগ রয়েছে। শিল্পীদের জন্য দিনটি খুব শুভ।

বৃশ্চিক রাশি

আজ নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের জন্য হেনস্থা হতে হবে। সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে। অফিসে কোনও দায়িত্ব বাড়তে পারে।

ধনু রাশি

আজ কর্মক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন। অর্থক্ষতির যোগ রয়েছে,বুঝে চলুন। সৌখিন বস্তু কেনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে।

মকর রাশি

আজ কোনও কারণে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন।

কুম্ভ রাশি 

উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়তে পারে। লটারি জাতীয় খেলায় প্রচুর অর্থনাশ হবে।

মীন রাশি

আজ নতুন চাকুরীর জন্য ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে। পরীক্ষার্থীদের জন্য শুভ সময়। চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। ভাই-বোনদের থেকে কোনও উপহার পেতে পারেন। আজ বাড়তি কথা না বলাই ভালো হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File